কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কুড়িগ্রাম ফুটবল একাদশ ও ফুলবাড়ী ফুটবল একাদশ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ মজিবুল হক ব্যাপারী (যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি ভাঙ্গামোড় ইউনিয়ন শাখা)। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম,সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কে এম মহাফুজুল হক মওলা, আহ্বায়ক, কৃষকদল ফুলবাড়ী উপজেলা শাখা,শ্রী বিষ্ণু চন্দ্র সেন, সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখা ,মোঃ হাসানুর রহমান, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখা,মাহাবুবুর রহমান ইউপি সদস্য ও সভাপতি কৃষকদল ইউনিয়ন শাখা।ছাত্রনেতা মোঃ হামিদুল ইসলাম, ছাত্রনেতা আতাউর রহমান ,মাজিদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।
প্রধান অতিথি জনাব মোঃ খোরশেদ আলম বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি।”
খেলা শেষে বিজয়ী ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ্য, টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।