Homeজেলাকুড়িগ্রামে শীতের দাপটে জনজীবনে ভোগান্তি; তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবনে ভোগান্তি; তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী কুয়াশায় আচ্ছন্ন থাকছে পথঘাট ও প্রকৃতি।

আজ শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া অফিস।

গত ৫ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১৩- ১১ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষজন। কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের শীতার্ত মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। এ সময় হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হতে থাকে। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন।

সর্বশেষ খবর