Homeজেলাশুক্রবার বন্ধের দিনেও ফুলবাড়ী মৎস্য অফিসে উড়ছে জাতীয় পতাকা

শুক্রবার বন্ধের দিনেও ফুলবাড়ী মৎস্য অফিসে উড়ছে জাতীয় পতাকা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মৎস্য অফিসে সরকারি ছুটির দিন শুক্রবার (২০ ডিসেম্বর)ও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অফিস খোলার সময় উত্তোলিত পতাকাটি নামানো হয়নি। ফলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পতাকা উড়তে থাকে।

এ ঘটনাকে জাতীয় পতাকার অবমাননা হিসেবে দেখছেন স্থানীয়রা। শিক্ষার্থী নূহ ইসলাম (১৬), প্রত্যয় রহমান (১৪) এবং স্থানীয় বাসিন্দা এন্তাজ আলী (৪১) জানান, জাতীয় পতাকার যথাযথ সম্মান রক্ষায় এ ধরনের গাফিলতি মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “ভুলবশত পতাকাটি বৃহস্পতিবার নামানো হয়নি। কর্মচারীর বাড়ি দূরে হওয়ায় শুক্রবার তা নামানো সম্ভব হয়নি।”

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রায়হানও ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, “এটি অনিচ্ছাকৃত ভুল।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, “বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় পতাকার সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর