Homeখেলারাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ওগাঁর রাণীনগরে ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী।

রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু সহ বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী টুর্নামেন্টে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ চাচা-ভাতিজা একাদশ দল ও রাজশাহীর থ্রি স্টার লায়ন একাদশ দল অংশগ্রহণ করে। খেলায় সাহেবগঞ্জ চাচা-ভাতিজা একাদশ দলকে এক গোলে হারিয়ে রাজশাহীর থ্রি স্টার লায়ন একাদশ দল বিজয়ী হয়।

সর্বশেষ খবর