Homeজেলাসমন্বয়ককে হত্যার হুমকি

সমন্বয়ককে হত্যার হুমকি

মোবাইলে ফোনে মো. আশিকুর রহমান (২৬) নামের এক সমন্বয়ককে জবাই করে হত্যা করার হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আসিকুর।

স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আশিকুর রহমান। ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে তিনি।

আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরে পড়ছেন তিনি। ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় থাকেন আশিকুর। জিডিতে আশিকুর রহমান উল্লেখ করেছেন, ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে বাসায় যাওয়ার সময় নিজের মোবাইল ফোনে ‘আলাপ অ্যাপস’ থেকে কল করেন অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় নিজের পরিচয় না দিয়ে প্রাণনাশের হুমকি দেন তিনি।

আশিকুর রহমান জানান, ফোন দিয়ে অপর প্রান্ত থেকে জানতে চায়, আমি সমন্বয়ক কি না। হাঁ জবাব দিলে বলতে থাকে, ‘তোকে গুলি করে মারব না, জবাই করে মারব না, সময় নিয়ে মারব। যত দিন বেঁচে থাকবি, তার জন্য শুভকামনা।’ আশিক বলেন, ‘১৫ ডিসেম্বর মোবাইলে হুমকি পেলেও গুরুত্ব দিইনি।

কিন্তু আমার এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে থাকায় জিডি করেছি। আমার জানা মতে কারো সঙ্গে কোনো বিরোধ নেই। কারা এসব করছে বুঝতে পারছি না। তবে আমি এসব ভয় পাই না।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর