Homeজেলামাউশি নতুন আঞ্চলিক পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাকশিস নেতৃবৃন্দ

মাউশি নতুন আঞ্চলিক পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাকশিস নেতৃবৃন্দ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতবন্দ আজ (১৮ ডিসেম্বর ) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ শ্যমল কান্তি মজুমদার ও অধ্যাপক এস এম তৈয়ব, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিয়া, তথ্য ও পাঠাগার সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক এস এম রাশেদ, মহানগর কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক নুরুল আমিন, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ প্রমুখ।

এ উপলক্ষে মতবিনিময় সভায় বাকশিস নেতৃবন্দ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের বিভিন্ন দাবি এবং চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই পর্যায়ে পরিচালক জনাব ফজলুল কাদের চৌধুরী মাউশি দপ্তর দুর্নীতিমুক্ত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানের ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ খবর