“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বর্ণাঢ্য সহযোগী সদস্য সম্মেলন আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)সকাল ১০টায় নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. সামচুল হুদা বাবুল।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার (স্বপন)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুক্বী। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার, এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাজালাল সবুজ।
অনুষ্ঠানে বক্তারা জামায়াতের অতীত কর্মকাণ্ড, বর্তমান পরিকল্পনা ও ভবিষ্যত লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তারা ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের বিষয়টি তুলে ধরে দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ জামায়াতের কাজ করার জন্য অনুকূল।
বক্তারা বলেন”দেশে এখন সেই খুনি হাসিনার শাসন নেই। জামায়াতের আদর্শ তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে। জামায়াতে ইসলামী একদিন রাষ্ট্রক্ষমতায় আসবেই, ইনশাআল্লাহ।”
সম্মেলনটি স্থানীয় সহযোগী সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।