মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় যৌথ বাহিনী র্যাব ও পুলিশসহ এ অভিযানে ১০০ রাউন্ড গুলি ও একটি স্নায়পার বাইনোকুলারসহ আটক ০৫ জন কে আটক করে হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর রাশেদ হাসান সেজান এর নেতৃত্বে মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সিপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে ১০০ রাউন্ড গুলি ও একটি স্নায়পার বাইনোকুলারসহ পাঁচ জন কে আটক করে।
আটককৃতরা হলেন, মাগুরা পারনান্দুয়ালীর মঞ্জু মোল্লার ছেলে , মাফুজ মোল্লা (২১) রবি মোল্লার ছেলে, শাকিল (২০) কামাল হোসেনের ছেলে , জারিফ (২২) মুন্সি আশিক রহমানের ছেলে , তাবিন (২০) আব্দুল হালিমের ছেলে , বাবুল(২১)। তাদের সবার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মুন্সি পাড়ায়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, মাগুরা থানায় রাতেই আটককৃতদেরকে যৌথবাহিনী হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।