Homeজেলাবিজয় দিবসে ঝিনাইদহে ১৫ কোটি টাকার ফুল বিক্রি

বিজয় দিবসে ঝিনাইদহে ১৫ কোটি টাকার ফুল বিক্রি

ঝিনাইদহের ফুল চাষী ও ব্যবসায়ীরা এবছর ফুল বিক্রিতে বিপুল সাফল্য অর্জন করেছেন। পরপর দুটি বিশেষ দিবসের কারণে তাঁরা প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি করতে পেরেছেন। সম্প্রতি বৃষ্টির কারণে ফুলের ব্যাপক ক্ষতি হয়েছিল, তবে ডিসেম্বরে ফুল বিক্রির এই সাফল্য সেই ক্ষতি কাটিয়ে উঠতে বড় ভূমিকা রেখেছে।

জেলার কৃষি বিভাগ জানায়, ঝিনাইদহের চারটি উপজেলার প্রায় ২০০ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। এসব উপজেলায় ১০টি ছোট-বড় ফুলের বাজার গড়ে উঠেছে, যা জেলার ফুল চাষ ও ব্যবসার মূল কেন্দ্র। বিশেষত বড়দিন উপলক্ষে ফুল চাষী ও ব্যবসায়ীরা এখন ফুল সংগ্রহ ও বিপণনে ব্যস্ত সময় পার করছেন। বাজারে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা এবং গাঁদার ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

চলতি বছরের বিশেষ একটি দিক হলো, ফুলের দাম বাজারে তুলনামূলক ভালো ছিল। একটি গোলাপের দাম ২০ টাকা, রজনীগন্ধার প্রতিটি শাখা ১০ টাকা, আর গাঁদার ফুলের ঝোপ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০০ টাকায়। এছাড়া ফুলের ডালি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪ হাজার টাকায়। ফুলের এই মূল্য সাধারণ চাষীদের মুখে হাসি ফিরিয়েছে।

চাষীরা জানিয়েছেন, তাঁরা আগামী বড়দিনের বাজারকে কেন্দ্র করে গোলাপ, রজনীগন্ধা এবং অন্যান্য ফুলের উৎপাদনে মনোনিবেশ করেছেন। ফুলের চাষ, সংগ্রহ এবং বাজারজাতকরণে তাঁরা এখন ব্যস্ত সময় পার করছেন। এই বাজারে চাহিদা বৃদ্ধির কারণে কৃষক ও ব্যবসায়ীরা নতুন উদ্যমে কাজ করছেন এবং আরও লাভের আশায় দিন গুনছেন।

ফুল চাষের এই উন্নতি শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, বরং ঝিনাইদহের মানুষের জীবিকার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সম্ভাবনাময় শিল্প আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর