Homeখেলাফরচুন বরিশালে খেলবেন শাহিন আফ্রিদি

ফরচুন বরিশালে খেলবেন শাহিন আফ্রিদি

বিপিএলে ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি করেছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ফরচুন বরিশালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা কিছুটা কম। বড় নামের মধ্যে প্রথম শাহিন শাহকে আনল বরিশাল।

তবে শাহিনকে বিপিএলের শুরু থেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ও ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। টেস্ট সিরিজের দলে থাকলে শাহিনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে।

সর্বশেষ খবর