Homeসারা দেশঢাকাকী হচ্ছে ৩০০ ফীটে?

কী হচ্ছে ৩০০ ফীটে?

গতকাল ১৭ ডিসেম্বর ৩০০ ফীট থেকে ভাষানটেক স্কুলের শিক্ষার্থী সুজানার লাশ উদ্বার করা হয়। এরপরেই ১৮ ডিসেম্বর কান্য নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয় একই লেক থেকে।

জানা যায় সুজানা ও কাব্য ১৬ ডিসেম্বর একসাথে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন তারপর আর তাদের কোনো খোঁজ মেলেনি। প্রশাষনের মধ্যামে তল্লাসি চালানো হলে গত ১৭ ডিসেম্বর সুজানার লাশ উদ্বার করা হয় ৩০০ ফীটের একটি লেক থেকে। সুজানার লাশের সাথে কাব্যর হেলমেট পরে থাকতে দেখা যায়। এরপর পরিবারের অনুরোধে উদ্ধার কাজ পরিচালনা করেএকই লেক থেকে ১৮ ই ডিসেম্বর কাব্যর লাশ উদ্ধার করে প্রাশষন।
জানা যায় কাব্য আদমজী ক্যন্টমেন্ট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় আতঙ্কিত হয়লছেন স্থানীয়রা৷ এ ঘটনার রহস্যর কোন উদঘাটন এখনো হয়নি। এ কী খুন নাকি আত্মহত্যা। সবার মনে একই প্রশ্ন।

স্থানীয় প্রশাষন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এ ঘটনার তদন্ত করে মুল রহস্য বের করা হবে। যদি খুন হয়ে থাকে তবে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর