আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার রায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন,উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জোবাযের আল মুকুল, সদর উপজেলা অফিসার ইনচার্জ নাজমুল,কুড়িগ্রাম ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আবু বাকার।
এছাড়া বিভিন্ন সরকারি–বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ব্যাংক- বীমার কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
উক্ত আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসে কুড়িগ্রাম জেলার বিদেশগামী ব্যক্তিদের সহজে বিদেশ গমন ও সহজ শর্তে ঋণ প্রদান করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।