Homeজেলাজমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে রাহাজ উদ্দীন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ উদ্দীন ওই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিঙ্গা গ্রামের রাহাজ উদ্দীন ও প্রতিবেশী স্বপন হোসের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে সিঙ্গা বাজারে তাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডার সৃস্টি হয়। একপর্যায়ে স্বপন রাহাজকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে বাড়িতে গিয়ে রাহাজ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত রাহাজের বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিল বলেও জানায় পুলিশ। নিহত রাহাজের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ছেলে পলাশ হোসেন জানান, আমার বাবাকে মারধর করেছে স্বপন। শুধু তাই নয়, তার গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়াও করেছে। ফলে ঘটনাস্থলেই মারা যায় বাবা। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এর হত্যার বিচার চাই।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর