নওগাঁর রাণীনগরে ফুটবল টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে তুলে দেওয়া একটি ভেড়া, আর বিজিত দলের হাতে তুলে দেওয়া হয় একটি রাজহাঁস। ব্যতিক্রমী উপহার পেয়ে খুশি উভয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা।
সোমবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে পারইল ফুটবল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী পুরস্কার দিয়ে এই খেলার আয়োজন করেন পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান ও মেম্বার লোকমান আলী। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যেই এ টুর্ণামেন্টের আয়োজন করে তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এমদাদুল ইসলাম এমদাদ, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও ফরহাদ আলী মন্ডল, খট্রেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ।
খেলায় চক-পারইল ফুটবল দল ১-০ গোলে বিল কৃষ্ণপুর দলকে হারিয়ে বিজয়ী হয়। এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করেছিল। ব্যতিক্রমী এ খেলায় মাঠের চার-পাশ হাজারো ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীর ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরস্কার ছিল নগন্য, কিন্তু খেলার উত্তেজনা ছিল হাজার গুণ ভালো। খেলা মানুষের মন ও শরীরকে সবসময় ভালো রাখে। এছাড়া যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে পারে এই খেলা। আবার খেলার মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করা সহজ হয়।