Homeখেলারায়পুরে এমএফ গ্রুপ আন্ত : ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রায়পুরে এমএফ গ্রুপ আন্ত : ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নং ১০ নং ইউনিয়ন জনকল্যাণ হাই স্কুল মাঠে প্রথম এম এফ গ্রুপ কাপ আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এমএফ গ্রুপের সার্বিক সহযোগিতায় ও চাষী কল্যাণ যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়। আগামী ২৬ই ডিসেম্বর ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন মিয়াজী, এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন সোহাগ, মামুন মিয়াজি, শাকিল হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জামাল হোসেন মিয়াজি বলেন, এমএফ গ্রুপ কে ধন্যবাদ সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আমাদেরকে সহযোগিতার করেছে।

এমএফ গ্রুপের কর্ণধর মোহাম্মদ ফরহাদ বলেন, লক্ষ্মীপুর জেলা জুড়ে মাদকের ভয়াবহতা থেকে বিরত রাখতে তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করছি প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। চাষী কল্যাণ যুব সংঘের ব্যানারে আয়োজনের সফলতা কামনা করি।

সর্বশেষ খবর