Homeজেলানাগেশ্বরীতে মহান বিজয় দিবসের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাগেশ্বরীতে মহান বিজয় দিবসের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদুল হাসান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য এবং সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগীতশিল্পী ও শিক্ষক জনাব হাবিবুল হক মৃধা।

এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে বিজয় দিবসের চেতনা জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও সংস্কৃতিকে তুলে ধরতে অনন্য ভূমিকা রাখে।

সর্বশেষ খবর