নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাণীনগর থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। বেলা ১২টার দিকে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।