Homeজেলারাজবাড়ীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেড়িঘাট এলাকায় ট্রলার থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ মোঃ বাদশা মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান।

এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে সদর উপজেলা চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাটের তিনশো গজ দূরে থাকা একটি ট্রলার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ বাদশা মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুরি এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে। এসময় তার কাছে থাকা সিলভার রংয়ের দেশীয় তৈরী দোনালা পাইপগান ও দুইটি শর্টগানের লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মো: বাদশা মন্ডল কে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর