আজ, ১৬ ডিসেম্বর ২০২৪, সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার মাহমুদুল হাসান এবং থানা ইনচার্জ মো. মিজানুর রহমান (মিজান)। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করে বলেন, “তাদের অসামান্য অবদানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশে বেঁচে আছি। এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং দেশের উন্নয়ন ও সুরক্ষায় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের অভিজ্ঞতা ও সাহসিকতার গল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
বিজয় দিবসের এই আয়োজনে নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এটি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।