ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের কাজল বার্মা, উত্তর প্রদেশের শাহপুর থানার বাশারতপুর গ্রামের জাউন কল্লবীন।
৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় বাংলাদেশে বিনা ভিসায় অনুপ্রবেশ করতে যাচ্ছে। সে সময় শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মেহগনি বাগান থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয় ।
তিনি বলেন, পরে তারা জানায় ভিসা বাদেই বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।