Homeজেলারায়পুর'র ইউএনও'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রায়পুর’র ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় ছাত্র জনতা ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ইউএনও’র বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় বলেন, রায়পুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা সকল রাজনৈতিক দলকে নিয়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তবে তার এই কার্যক্রমে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার একজন সরকারি কর্মকর্তার কর্মস্পৃহা নষ্ট করে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র জনতা, সচেতন নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সাধারণ জনগণ।

এ সময় ইউএনও মো. ইমরান খান বলেন, আমি সব সময় জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মিথ্যা অভিযোগে আমি বিচলিত নই। সত্য প্রতিষ্ঠার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।

সর্বশেষ খবর