কুড়িগ্রামের ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় এক্টিভিস্তা কুড়িগ্রামের উদ্যোগে “তারুণ্যের সমাবেশ-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার সোনাইকাজি গ্রামের ধরলা নদীর পাড়ে এ আয়োজনটি সম্পন্ন হয়।
সমাবেশটি তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্ব নিয়ে আলোকপাত করতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন কিশোর-কিশোরী অংশ নেন, যা স্থানীয় যুব সম্প্রদায়ের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সমাবেশস্থলে বিভিন্ন ইয়ুথ গ্রুপের উদ্যোগে বিষয়ভিত্তিক স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলোতে পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শিত হয়।
দুপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার উপজেলা প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উত্তম কুমার মোহন্ত সভাপতি ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব,জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, জাকারিয়া শেখ প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত, এইচ এম বাবুল, নাজমুল হাসান প্রমুখ।
আলোচনা সভায় তরুণ প্রতিনিধি সিয়াম বলেন, “বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই।” তার বক্তব্যের পরে উপস্থিত কিশোর-কিশোরীরা বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করেন, যা অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল।
ইয়ুথ গ্রুপের লিডাররা মাদক প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ফুলবাড়ীর সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য দেন।
তারুণ্যের এই সমাবেশ ফুলবাড়ীর তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের ভূমিকা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।