ঝিনাইদহে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শহরে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয় ।
মিছিলটি শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতা, যুবদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন ।
সমাবেশে বক্তারা বলেন, ঝিনাইদহে বিএনপির নাম ভাঙিয়ে চলা ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান। সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন যারা, তারা কেউ রেহাই পাবেন না । কোনোভাবেই ৫ আগস্টের আগে যারা স্বৈরাচার সরকার পতনে মাঠে ছিলেন না, তাদের হুঁশিয়ার করে দেন বিএনপি নেতারা ।