ঝিনাইদহে বিএনপির একাংশের অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক সাংসদ মসিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবুর অফিসে এ হামলার ঘটনা ঘটে।
ইব্রাহীম রহমান বাবু অভিযোগ করে বলেন, এসময় অফিসে কেউ ছিল না। হঠাৎ কিছু যুবক অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করে। এসময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এমনকি বেগম খালেদা জিয়ার ছবি ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এখনও কোনো অভিযোগ কেউ করেনি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
উল্লেখ্য, গতকাল ঝিনাইদহের হরিণাকুন্ডের লালন মোড়ে বিএনপির বাবু গ্রুপের মিটিং চলাকালে অপর গ্রুপ হামলা চালায়। সেই ঘটনায় ১০ জন আহতের ঘটনা ঘটে।