‘কুড়িগ্রাম জেলা একটি পিছিয়ে পড়া জেলা। আমরা আগামী ১ মাস জেলার শিক্ষা,স্বাস্থ্য,মাদক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দৌরাত্ব ইত্যাদি বিষয় কঠোর ভাবে মনিটরিং করে এসব বিষয়ে স্বৈরাচারি মনোভাব দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবো।
আমরা আপনাদের (সাংবাদিকদের) পরামর্শ চাই এবং আমাদের ভুল গুলো গঠনমুলক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কলেজ মোড়স্হ পৌর টাউন হলে জেলা আহবায়ক কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,’আমরা কুড়িগ্রামে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। কমিটির প্রতিটি সদস্য আন্দোলনে সক্রিয় ছিলো এবং কুড়িগ্রামে কোন গ্রুপিং নেই। যারা বিভিন্ন সময় আমাদের কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি করছে তারা কেন এমনটি করছে তা আমাদের বোধগম্য নয়। ‘
পরে সাংবাদিকদের সামনে আগামী ১মাস কাজের পরিকল্পনাসহ কমিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পাঠ করে শোনান তিনি।
প্রেস ব্রিফিং এ দূর্নীতি রোধে চারটি সেক্টরের বিষয়ে আগামী একমাস নজরদারিতে রাখবে বলে তিনি জানান, সেক্টরগুলো হলো- ১) শিক্ষা, ২) স্বাস্থ্য, ৩) মাদক ও ৪) বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে দূর্নীতি ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মিডিয়া সেলের প্রধান হাসান জিহাদি বলেন,’আজ আমরা সভায় মিডিয়া সেলের কমিটি তৈরি সহ ছোট ছোট টিম করে দায়িত্ব বন্টন করেছি । যে যে প্রতিষ্টানে সমস্যা আছে বা দূর্নীতি আছে সেটা আমরা দেখবো। আপনারা আমাদেরকে সহায়তা করবেন।
আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, জান্নাতুল তহুরা ত্বম্বী,যুগ্ম-আহবায়ক রাজ্য জ্যোতি,রাজিব পাটোয়ারিসহ কমিটির সদস্যবৃন্দ।