লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক বড়খাতা বাজার বণিক সমিতির কমিটিতে থাকার চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমানের বিরুদ্ধে।
স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়খাতা বাজার বণিক সমিতির কমিটির কোনো কার্যক্রম নেই। এমতাবস্থায় কমিটিকে গতিশীল করার জন্য ব্যবসায়ীরা নতুন করে বড়খাতা বাজার বণিক সমিতির কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেই কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় বড়খাতা বাজার বণিক সমিতির ব্যানারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভায় আব্দুর রহমানকে দাওয়াত করা হয়। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ওই আলোচনা সভায় নতুন আহবায়ক কমিটিতে তার পছন্দ মত লোক রাখার চেষ্টা করেন।
আব্দুর রহমান বড়খাতা বাজারের ব্যবসায়ী না হয়েও বিএনপিকে পুজি করে ক্ষমতার দাপট দেখিয়ে নতুন কমিটিতে তার পক্ষের লোক রেখে আগামীদিনে ওই বাজারের সভাপতি হওয়ার পরিকল্পনা করেন আর এতেই বাধা দেন সাধারণ ব্যবসায়ীরা। এতেই ব্যবসায়ীদের দিকে মারমুখী অবস্থান নেন আব্দুর রহমান ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে স্থানীয় ব্যবসায়ীদের ৫ জন আহত হয়।
বাজারের ওষুধ ব্যবসায়ী শাহিন জানান, আমরা বক্তব্যে সবাই বলেছি বাজারে যাদের দোকান পাট আছে তারাই এই বাজার কমিটিতে থাকতে পারবেন কিন্তু বিএনপি নেতা রহমান ক্ষমতার দাপট দেখিয়ে তা মানেন না।তার পছন্দ মত লোকদিয়েই তিনি কমিটি গঠননের উদ্যোগ নিলে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করার চেষ্টা করেন তার লোকজন।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহমান বলেন, বণিক সমিতির কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিলো এবং আমি তা নিয়ন্ত্রণ করেছি। এখানে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।
বড়খাতা বাজার বনিক সমিতির দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের বলেন,বহিরাগত এবং বিএনপির আহবায়ক রহমানের কারনে গতকাল ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। বাজারের বনিক সমিতি গঠনে ভুমিকা থাকবে দোকানদারদের কোন রাজনৈতিক দলের নয়।