Homeবাংলাদেশগান-বাজনা হারাম বলে ফতোয়া দিলেন ইমাম, বাধল সংঘর্ষ

গান-বাজনা হারাম বলে ফতোয়া দিলেন ইমাম, বাধল সংঘর্ষ

গান-বাজনা হারাম ফতোয়া দেওয়ার পর ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ ১০ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার সাতগাছী গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ৩০টির বেশি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। ওই ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেন। তখন মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় হাকিম মোল্লা ও কাশেম মোল্লা সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি ঘরবাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ফতোয়া দেওয়া নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সর্বশেষ খবর