নওগাঁর রাণীনগরে প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাণীনগর বাজারে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সালের জন্য সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে রাণীনগর উপজেলা প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিনুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর (বয়লার) প্রকৌশলী মো. জাকারিয়া মাসুদ সনি।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান, কাজী নেওয়াজ মোস্তফা বাঁধন, ডা. তারিকুল ইসলাম প্রান্তর, প্রকৌশলী মো. সজল আহম্মেদ, প্রকৌশলী মো. আবু হাসান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার পাল, ডা. ফরিদ এইচ খাঁন, মো. সোহাগ হোসেন সাদিক, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকি, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইলিয়াস সুমন, মো. রুহুল আমিন, শ্রী কৃষ্ণ চন্দ্র প্রামাণিক, অর্থ সম্পাদক মো. মোমিনুল ইসলাম সাজু, সহ-অর্থ সম্পাদক মো. বায়েজিদ হোসেন (অনিক), দপ্তর সম্পাদক মো. মাফিনুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. সুজন মৃধা, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক নিবির হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহিদ সারোয়ার হিমেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজু বকশী, মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাবিলা আজাদ, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানভীর আলম তনয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তাদিরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া ইসরাত প্রীতি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোবাইত ইবনে মোফাজ্জল, গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন বিজয়, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শোয়েব ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. তৌফিক হোসেন আনন্দ ও মো. ছনি মোল্লা।
নবনির্বাচিত সভাপতি মো. শাহিনুল ইসলাম শাহিন বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে রাণীনগরের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আন্তরিক প্রয়াস হলো রাণীনগর প্রসপারিটি এ্যাসোসিয়েশন। স্বেচ্ছাসেবী এই সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সামর্থ্যবান ও অসহায়ের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে আরপিএ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাকারিয়া মাসুদ সনি বলেন, রাণীনগর প্রসপ্যারাটি এসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। রাণীনগরের সকল ধর্মের, সকল পেশার মানুষ এই সংগঠনের স্টেকহোল্ডার। রাণীনগরের সবাইকে নিয়ে একটি শিক্ষিত, সুশীল, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন রাণীনগর গড়াই যার মূললক্ষ্য। এছাড়াও যেকোনো দুর্যোগে ও সামাজিক উন্নয়নে আমরা রাণীনগরের সকল মানুষের পাশে থাকতে চাই এবং সকলের কাছে থেকে আমরা সহযোগিতা চাই।