Homeখেলাকুড়িগ্রামে আবু রায়হান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রামে আবু রায়হান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আবু রায়হান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঐতিহ্য রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ ফুটবল একাদশ ও খড়িবাড়ী বাজার আর এফসি ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির নেতা জনাব মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রবিউল ইসলাম লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বিএনপি, জনাব আব্দুল মান্নান মুকুল, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ বেলাল হোসেন ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ রাসেল সরকার প্রিন্স, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ নুরজ্জামান ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফাইনাল খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সোহেল হোসনাইন কায়কোবাদ তার বক্তব্যে খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এ ধরনের ভালো উদ্যোগে অংশগ্রহণ করতে আগ্রহী। খেলা শে‌ষে বিজয়ী রায়গঞ্জ ফুটবল একাদশকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

সর্বশেষ খবর