আজ ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার সকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ঝান্ডারের মোড়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ ইউনুস আলী। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ড্যাব নেতা। ক্যাম্পে অসংখ্য সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব মোঃ আজিজার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজির হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উক্ত মেডিকেল ক্যাম্প দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বেশি আয়োজনের আহ্বান জানান।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।