Homeজেলানাগেশ্বরীতে রাতের আধারে বিলিন গুচ্ছগ্রাম

নাগেশ্বরীতে রাতের আধারে বিলিন গুচ্ছগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারী ও ভিডিআরপির অথার্য়নে চরাঞ্চলের ভুমিহীন অসহায়দের জন্য প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৬৫টি ঘর রাতের আধারে লুটপাটের অভিযোগ উঠেছে।

ঘটনায় জানা যায়, ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ফকিরগঞ্জ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ঘরপ্রাপ্ত সুবিধাভুগি ও স্থানিয়দের অভিযোগ ৯আগষ্ট প্রভাবশালী একটি মহল গুচ্ছগ্রামে বসবাসকারীদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে বের করে দিয়ে ঘরের টিন সিড়ি এ্যাংগেল ও টিউবওয়েল লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার গুলো এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে আবেদন ও করেছিলেন। গুচ্ছগ্রামে বসবাসকারীদের পক্ষে অভিযোগকারী শিক্ষার্থী ও স্থানীয় হারুন মঞ্জুর, কালাম,পর্বত মোল্লা, ইয়াসিন, হাবিবুর জানায় সাবেক ইউপি সদস্য মো: তাজুল মিয়া, বিএনপির নাম ভাঙ্গিয়ে তার ছেলে জামাতা ও আত্বীয়দের লেলিয়ে দিয়ে এসব ঘটনা ঘটিয়েছে। মুলত তাজুল জাতীয় পার্টি ও আওয়ামীলীগের কর্মী বলেও জানায় তারা।

এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তাইজুল ইসলাম কে জিজ্ঞাসা করলে তিনি জানান-সাবেক মেম্বার তাজুল ২০২২ সালে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ছিলো। তবে সে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পক্ষে ভোট চাওয়ার বিষয়টি সত্য। অন্যদিকে তাজুল বলেন ঘটনাস্থালে আমি ছিলাম না।

অভিযোগের বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার জনাব সিব্বির আহমেদ জানান,ঘটনার আবেদন পেয়েছি।তদন্তের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে।প্রতিবেদন পেয়েছি,দ্রুত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় তদন্ত প্রতিনিধি হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব ফিরোজ কবির।তিনি জানান ঘটনা স্থল পরিদর্শন করে তারা প্রতিবেদন জমা দিয়েছেন।এখন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সে অনুসারে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

গুচ্ছগ্রামের ভুক্তভোগী পরিবার অতি দ্রুত তদন্ত প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

সর্বশেষ খবর