আজ ১৪ ডিসেম্বর, শনিবার দুপুর ২:১০ মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম পৌরসভার বদি জামাপুর এলাকা থেকে মাদক কারবারি মোঃ রেজাউল করিম (রাজু, ৪৮) কে গ্রেফতার করেছে।
নাগেশ্বরী থানার এসআই তাজ ও এসআই প্রদীপের নেতৃত্বে একটি মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কানিপাড়া গ্রামে রাজুর বাড়ি থেকে ১২০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৪৮,০০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তিনি এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। তবে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আজ হাতে-নাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ইনচার্জ মোঃ মিজানুর রহমান (মিজান) জানান, রাজুকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে এমন অভিযান আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।