Homeশিক্ষা-শিক্ষাঙ্গনপাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

শনিবার সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন মহাদয়গণ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহাদয় স্বাধীনতা চত্বরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করে ব্যবসায় প্রশাসন, সিএসই, ইইই, গণিত, ইইসিই, আইসিই, রসায়ন, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ, পদার্থ বিজ্ঞান, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, নগর ও অঞ্চল পরিকল্পনা, সিভিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ভূগোল ও পরিবেশ বিভাগসহ বিভিন্ন বিভাগ এবং প্রকল্প পরিচালকের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল,পরিবহন পুল কর্মচারী পরিষদ, রোভার স্কাউট গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান , ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.বিজন কুমার ব্রহ্ম, সহকারী প্রক্টর ফাতিন ইশরাক। উপস্তিত ছিলেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিনবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্তিত ছিলো বিভিন্ন ডিপার্টমেন্টে এর শিক্ষার্থীবৃন্দ।

মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর