Homeজেলাসড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে

সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে

মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারম্যান মো. টিপু সিকদার , সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন আমুরিয়া বাজার হইতে থাকা সড়কের পাশের গাছ কেটে নিচ্ছেন বলে জানায় স্থানীয়রা।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মিত এ সড়কের দু’পাশে সারি করে শিশুকাঠ গাছ সহ অনেক ধরনের গাছ লাগানো হয়। কিন্তু হঠাৎ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কুচিয়ামোড়া ইউনিয়নের জিন্নাত মাস্টারের বাড়ির সামনে থেকে সড়কের পাশের গাছ কেটে নেওয়া হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

গাছ কাটার বিষয়ে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু শিকদারের কাছে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন , গাছ পড়ে গিয়েছিল তাই কেটে দিয়েছি । এতে আমি মানবতার কাজ করেছি বলেন তিনি ।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, এ বিষয়ে খতিয়ে দেখব যদি সত্যতা পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর