কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১৪ ডিসেম্বরের তাৎপর্য এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ভূমি কমিশনার জনাব মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান (পলাশ), উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিএনপির উপজেলা সভাপতি গোলাম রসুল রাজা, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, এবং বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, তাদের এই আত্মত্যাগ দেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছে। স্বাধীনতার সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।