Homeজেলানাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদের বদলি আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার বদলি প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান, রাজনীতিবিদ, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং সাধারণ জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিব্বির আহমেদ ২০২৪ সালের ২১ মার্চ নাগেশ্বরী উপজেলায় যোগদান করেন এবং তার সংক্ষিপ্ত কর্মজীবনে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। তার নেতৃত্বে নাগেশ্বরী উপজেলায় উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা তার প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন, বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি।

নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণও তার প্রশাসনিক নেতৃত্বের প্রশংসা করেছেন। রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরে আলম মাকসুদ (রাজ) বলেন, “সিব্বির আহমেদের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। তার নেতৃত্বে শিক্ষার মানে পরিবর্তন এসেছে এবং এলাকার শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।”

এছাড়া, স্থানীয় রাজনৈতিক নেতারা তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শফি) বলেন, “এই সময়ে একজন দক্ষ কর্মকর্তা বদলি হলে আমাদের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাধা আসতে পারে।”

প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “সিব্বির আহমেদ আমাদের আন্দোলনকালে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং তার বদলি আদেশের ফলে এলাকাটির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।”

এদিকে, স্থানীয় জনগণের মধ্যে বদলি আদেশ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যাতে সিব্বির আহমেদের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়। সকলের দাবি, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে সিব্বির আহমেদ যেন তার পদে বহাল থাকেন।

সর্বশেষ খবর