রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ভটভটির যাত্রী আবু সাঈদ প্রামানিক (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ী আবু সাঈদ প্রামানিক উপজেলার তেবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গয়ের প্রামানিকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাঈদ প্রামানিক একজন জুতা ব্যবসায়ী। বুধবার সকালে তার দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বিলকৃষ্ণপুর বাজার থেকে একটি ভটভটিতে চড়ে রাণীনগর যাচ্ছিল। সকাল ১০টার দিকে ভটভটিটি বেলঘড়িয়া বাজার এলাকায় পৌঁছালে তীব্র কুয়াশার কারণে চালক ভটভটি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় যাত্রী আবু সাঈদ প্রামানিক ভটভটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া।