প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিশেষ উপবৃত্তি টাকা তুলে দেওয়া হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর সকালে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে ১১ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ, সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপি এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান, অভিভাবক বৃন্দ সহ আরও অনেকে। শিক্ষার্থীরা হলেন নিতী শীল, শান্ত দেবনাথ, সৃষ্টি রায়, হাবিবা আকতার, তাপস শীল, আশিক শীল, সুমি রায়, মিতু রায়, মৌসুমি আকতার, সৃতি কর্মকার, ঈশিতা রায়। প্রতিজনকে ১০ হাজার টাকা করে বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করে।
প্রধান অতিথি বলেন, এ সহায়তার টাকা গুলো কাজে লাগিয়ে, নিজের সফলতা অর্জন করতে হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে সকলের কর্মসংস্থান হবে। অভিভাবকদের বলেন মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ কোনো ভাবেই দিবেন না। তাদের সুন্দর ভবিষ্যৎ গঠন করে বিয়ের সিদ্ধান্ত নিবেন। সফলতার প্রেরণা মূলকসহ উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের সভাপতি সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করে সমাপ্তি করেন।