পরিচয়ঃ
মোস্তফা জামান আব্বাসীর দাদার নিবাস তুফানগঞ্জ মহাকুমার বলরামপুর গ্রামে। তার পিতা ভাওয়াইয়া গানের কিংবদন্তীর কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ। চাকুরী সূত্রে তার পিতা ১৯৩১- ১৯৪৭ সাল পর্যন্ত কলকাতায় অবস্থান করেন তখন ৮ডিসেম্বর আব্বাসী কলকাতায় জন্মগ্রহণ করেন।
পূর্ববঙ্গে গৃহ নির্মাণঃ
১৯৪৭ সালে দেশ বিভাজনের পর ১৯৪৮ সালে আব্বাস উদ্দিন আহমদ নীলফামারী জেলার ডোমার উপজেলা য় গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। পূর্ববঙ্গে এসেও সংগীত প্রাণ আব্বাস উদ্দিন আহমদ ও তার পরিবারের সংগীত চর্চা অব্যাহত থাকে।
পরিবারঃ
মোস্তফা জামান আব্বাসীর এক ভাই এক বোন। স্ত্রী আসমা আব্বাসী। তার স্ত্রী একজন শিক্ষাবিদ ও লেখিকা। এই দম্পতির দুই কন্যা সামিরা আব্বাসী ও শারমিন আব্বাসী।কণ্ঠশিল্পী ডক্টর নাশিদ কামাল তার বড় ভাইয়ের মেয়ে। তার বড় মেয়ে সামিরা আব্বাসী লোকসংগীত,নজরুল সংগীত,আধুনিক গান নিয়ে চর্চা ও গবেষণা করেছেন।
পিতার পরিচয়ঃ
পিতাঃ বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহমদ। দাদা উকিল জাফর আলী আহমদ।বড় ভাই বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল।কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ এযাবত কালের ভাওইয়া গানের শিল্পীদের মধ্যে তিনি একছত্র সম্রাট।
সংগীত শিক্ষাঃ
মোস্তফা জামান আব্বাসীর প্রাথম গুরু পিতা আব্বাস উদ্দিন আহমেদ।এরপর তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিখেন সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোঃ মোহসেন খসরু ও ওস্তাদ গুল মোহাম্মদ খানের নিকট তিনি সংগীতের বহুবিধ শাখায় তালিম গ্রহণ করেন।
টেলিভিশন উপস্থাপনাঃ
মোস্তফা জামান আব্বাসী বাংলাদেশ টেলিভিশনে “আমার ঠিকানা” এবং “ভরা নদীর বাঁকে” নামে দুইটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করেছেন।সে সময় অনুষ্ঠান দুটি শ্রোতা প্রিয়তা পায়।
ভাওয়াইয়া সংগ্রহঃ
তিনি ভাওয়াইয়া গানের উপর অনেকগুলি গ্রন্থ রচনা করেন যে গুলির মধ্যে বারোশো গানের উল্লেখ আছে এখনই জীবনে মোট ৫০টির অধিক গ্রন্থ প্রকাশ করেছেন। তার সংগীতের উপর গবেষণালব্ধ গ্রন্থ গুলি প্রশংসার দাবি রাখ।
রুমির বইয়ের অনুবাদঃ
তিনি পারস্য সাহিত্যের বিখ্যাত কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমির নিফফারি,এবং সুলতানা বহুর বিখ্যাত কবিতা গুলি নিয়ে কয়েকটি বই প্রকাশ করেছেন।যা বাংলা সাহিত্যের মূল্যবান সংযোজন।
তার লেখা বিখ্যাত বইঃ
আব্বাস উদ্দিন আহমদ, মানুষ ও শিল্পী, কাজী নজরুল ইসলাম, পুড়িব একাকী, সাগা অফ টাইম, প্রাণের গীত, জীবন নদীর উজানে, ভাটির দেশের ভাটিয়ালি, ভাওয়াইয়া জন্মভূমি -১ভাওয়াইয়ার জন্মভূমি-২ বাকি জীবনের কথা ইত্যাদি।
লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
গ্রন্থঃ বরেন্দ্রভূমির বরেণ্যরা। পর্বঃ ৮১