Homeবাংলাদেশদোয়েল পেলেন শিক্ষা ক্ষেত্রে জয়িতা সম্মাননা

দোয়েল পেলেন শিক্ষা ক্ষেত্রে জয়িতা সম্মাননা

ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি।।

অদ্য ৯ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জয়িতাদের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।শিক্ষা ক্ষেত্রে জয়িতা সম্মাননা পান দোয়েল।

৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন হলরুমে, জয়িতা অন্বেষনে বাংলাদেশ জয়িতা হিসেবে এ সম্মাননা দেয়া হয়। নাগেশ্বরী উপজেলা পযার্য়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নিবার্চিত করা হয় দোয়েল কে।দোয়েল র্বতমানে পীরবাড়ী গোপালপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা)।

এ সময় উপস্থিত থেকে জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার সিব্বির আহমেদ, ওসি মিজানুর রহমান, মহিলা বিষয়ক কাযার্লয়ের সুপার ভাইজার নিহার রঞ্জন, অফিস সহকারী শাহীন মাহামুদ প্রমুখ। দোয়েল স্বনির্ভশীল হওয়ার লক্ষে তার নিজ ইচ্ছা শক্তি প্রচেষ্টা কাজে লাগিয়ে নিজ স্বপ্ন বাস্তবায়নে তার বাবার প্রেরণায় শিক্ষা জীবন শেষ করে ঘাত প্রতিঘাতের মধ্যে শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

তার বাবা মটর সাইকেল মেকানিক মোঃজাহিদুল কবীর দুলাল। তিন বোনের মধ্যে দোয়েল বড়। তার স্বামী মোঃ শফিকুল ইসলাম (শফি) সাংবাদিক দৈনিক দিনকাল ও এশিয়ান টিভি প্রতিনিধি।

দোয়েল ভবিষ্যতে তার পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আদর্শ শিক্ষক হিসেবে সমাজে শিক্ষার আলো ছড়াতে ভুমিকা রাখতে চায়।

সর্বশেষ খবর