Homeজেলাব্রাহ্মণবাড়িয়ায় এইচআরআরএস সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরআরএস সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালিত

মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, কবি আল মাহমুদ স্মৃতি রক্ষা পরিষদ সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ, অ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রতিনিয়ত মানবাধিকার লংগনের ঘটনা ঘটছে। কোনটা রাজনৈতিক কারন আবার কোনটা প্রভাববিস্তার জন্য। দেখা যায় যে বিষয়গুলো আলোচনা করে সমাধনে যাওয়া যায় সেইসব বিষয়গুলো জটিল করে তুলে। ফলে সমাজ বা রাষ্ট্রে বিরোধী মত দমনে বলপ্রয়োগ করা হয়। হত্যা গুম নির্যাতন সহ সংঘাত দেখা দেয়। এ থেকে শান্তি পূর্ন অবস্থা বজায় রাখতে আমাদের সবাই সহনশীল আচরন করতে হবে।

সর্বশেষ খবর