আশরাফুল আলম জীবন, রায়পুর লক্ষীপুর।।
গতকাল ৯ই ডিসেম্বর ২০২৪ সোমবার, রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দুদক কর্মকর্তা, সনাক-টিআইবি ও দুপ্রক এর প্রতিনিধিগণ।
এছাড়াও তিনি কাল বেগম রোকেয়া দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।