নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (০৯ডিসেম্বর) পৌনে ৩টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের অদূরে শাহারপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সাপাহার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭) এবং এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (পিয়াল)(৩২)।
স্থানীয়রা জানান, নওগাঁর সাপাহার গামী একটি প্রাইভেটকার ও নওগাঁ গামী একটি বাসকে রাজশাহী গামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয় এবং দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:জাদুর সাহায্যে ছেলেকে অসুস্থ করার সন্দেহে ১১০ জনকে হত্যা!
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে