Homeজেলারাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন:লক্ষ্মীপুরে বিএনপির ৩ ইউনিটের আহ্বায়ক কমিটি প্রকাশ, মনগড়া পকেট কমিটির দাবী ত্যাগী নেতা মনির উকিলের


রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোফাখ্খার হোসেন খনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর