ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর
সম্মেলন, ত্যাগীদের মূল্যায়ন ছাড়াই লক্ষ্মীপুরে বিএনপির তিনটি ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়।
রোববার (৮ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর ফেসবুক আইডি থেকে কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তিনটিই আহ্বায়ক কমিটি।
এ কমিটিগুলো হলো- লক্ষ্মীপুর সদর (পশ্চিম), রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ইউনিট।
এদিকে বিএনপির দীর্ঘদিনের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার সামাজিক গণমাধ্যমে খুব প্রকাশ করেন। তিনি লেখেন আমি আপনাদের সাথে দীর্ঘ ৩৭ বছর যাবত দলের কর্মকান্ডে থেকে রায়পুর উপজেলা বিএনপিকে সুসংঘটিত করে রেখেছি। ফ্যাসিবাদ সরকারের সময়ে দলের কোন অফিস না থাকা সত্ত্বেও আমার বাসা-বাড়ি এবং চেম্বার ব্যবহার করে দলের কর্মকান্ড পরিচালনা করিয়াছি। রায়পুর উপজেলা বিএনপি আমার আঙ্গিনা ব্যতীত আর অন্য কোথাও ফ্যাসিবাদ সরকারের আমলে জাতীয় বা স্থানীয় কোন প্রোগ্রাম করতে পারেনি। বিগত ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ড চালানোর সময় আমার বাসা বাড়ি হামলার শিকার এবং ভাঙচুর করা হয়েছিল। দল পরিচালনা করতে গিয়ে আমি মিথ্যা রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারা বরণ করি। রায়পুর উপজেলা বিএনপির যে সকল নেতাকর্মী রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হন আমি সকলের জন্য নিজ খরচে মামলা পরিচালনা করি এবং বিপদে সকল নেতাকর্মীর পাশে ছিলাম। এছাড়া দলীয় কর্মকাণ্ডে যাহারা একদিনের জন্য মিটিং মিছিলে উপস্থিত ছিল না বা দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে উপস্থিত ছিল না বর্তমানে ওই সব লোকদের দিয়ে একটি মনগড়া পকেট কমিটি দেওয়া হয়েছে। যাহা ত্যাগী নেতাকর্মীদেরকে বিএনপি সমর্থন করা থেকে নিরুৎসাহিত করবে। উক্ত কমিটির প্রতি আমার সমর্থন না থাকলেও আমি দলের স্বার্থে উক্ত কমিটির সকলকে সাধুবাদ এবং অভিনন্দন জানাই। আশা করি উক্ত আহবায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মাধ্যমে একটি কাউন্সিল উপহার দিয়ে দলকে সুসংগঠিত করবে। উক্ত কাউন্সিলে আমি আপনাদের তৃণমূলের নেতা ও সমর্থকদের সমর্থন নিয়ে আবার দলের হাল ধরতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।
কমিটিগুলোর পৃথক অনুমোদন দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। তবে এসব কমিটির কোনো মেয়াদকাল দেখা যায়নি তালিকায়।
আরও পড়ুন:লক্ষ্মীপুরে বিএনপির ৩ ইউনিটের আহ্বায়ক কমিটি প্রকাশ, মনগড়া পকেট কমিটির দাবী ত্যাগী নেতা মনির উকিলের
দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ৫৮ সদস্য বিশিষ্ট কমিটিতে আব্দুল করিম ভূঁইয়া মিজানকে আহ্বায়ক ও কামরুজ্জামান সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়।
৫৫ সদস্যবিশিষ্ট রায়পুর উপজেলা বিএনপির কমিটিতে জেড এম নাজমুল ইসলাম মিঠুকে আহ্বায়ক ও সফিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এবিএম জিলানীকে আহ্বায়ক ও সফিকুল আলম আলমাসকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট রায়পুর পৌর বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়।
এর আগে আগে এসtব কমিটি বিলুপ্ত করা হয়।
কমিটি গঠন প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান জানিয়েছেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এই কমিটি দলীয় নীতিমালা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং স্থানীয় কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন৷ তৃণমূল নেতা কর্মীরা ।