লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
পরিচয়ঃ
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেদার উদ্দিন আহমদ ১৯২৭ সালের ২৫ মার্চ বগুড়া জেলার শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতাঃ মোঃ মিহির উদ্দিন। মাতা মোসাঃ নেক জাহান বেগম।
সংগীত ওস্তাদ।
বেদার উদ্দিন বিখ্যাত ওস্তাদ গৌরী চন্দ্র ঘোষের কাছে সংগীতের উপর শিক্ষা গ্রহণ করেন।এরপর তিনি আরো কিছু ওস্তাদের কাছে সংগীতের উচ্চতর তালিম গ্রহণ করেন। ১৯৪০ সালে বেদার উদ্দিন উত্তরবঙ্গ সংগীত প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
আরও পড়ুন:বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী
চাকরিতে যোগদানঃ
১৯৪২ সালে বেদার উদ্দিন আহমদ সংগীত পাবলিসিটি বিভাগে চাকরিতে যোগদান করেন।চাকুরীরত অবস্থায় তার সঙ্গীত প্রতিবার কথা শ্রোতাদের মাঝে ছড়িয়ে পড়লে তিনি চাকরি বাদ দিয়ে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতে থাকেন।
জনপ্রিয়তার শীর্ষেঃ
তখনকার বিখ্যাত কলম্বিয়া ও এইচ এম ভি গ্রাম্যফোন কোম্পানি থেকে তার গাওয়া গানে রেকর্ডিং বের হলে তিনি সঙ্গীত শিল্পী হিসাবে খ্যাতি লাভ করেন। তখন কলকাতা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করতে থাকেন।জনপ্রিয় কণ্ঠশিল্পী বেদার উদ্দিন আহমদ ঢাকা বুলবুল ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
ঢাকা বেতার কেন্দ্র যোগদানঃ
১৯৪৭ সালে দেশ বিভাগের পর বেদার উদ্দিন আহমদ ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে যোগদান করেন এবং নিয়মিত সংগীত পরিবেশন করতে থাকেন। তার সঙ্গীত সাধনার সময় ১৯৪২- ১৯৯৮ সাল পর্যন্ত।
পুরস্কার ও সম্মাননাঃ
বাংলা একাডেমী পুরস্কার ১৯৭৪ সালে নজরুল সংস্কৃতি পরিষদ থেকে নজরুল প্রতিকৃতি পুরস্কার ১৯৭৬সন। সংগীতে অবদানের জন্য একুশে পদক ১৯৮০ সহ তিনি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
মৃত্যুঃ
বেদার উদ্দিন আহমদ ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতলে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্রঃ
খান মোবারক হোসেন ২০ জুলাই ২০১৭সাল। ডেইলি স্টার ১৪ জানুয়ারি ১৯৯৮ সাল ও বিভিন্ন সংগীত বিষয়ক পত্রপত্রিকা।