মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অনিরুদ্ধ নাট্যদলের উদ্যোগে শাড়ি-পাঞ্জাবি(শাপা)দিবস ২০২৪ আয়োজন করা হয়।
৮ ডিসেম্বর রবিবার, বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত কবি বন্দে আলী মুক্ত মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্যে আয়োজন করা হয়। শিক্ষার্থীরা শাড়ি ও পাঞ্জাবি পরে ক্যাম্পাসে দিনটি উদযাপন করেন। দিনজুড়ে ক্যাম্পাস মুখরিত ছিল আড্ডা, ছবি তোলা ও সেলফি তোলার আনন্দে। কবি বন্দে আলী মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে। এতে ছিল সংগীত, নৃত্য, নাটক (রাজা আসে, রাজা যায়) এবং পুরস্কার বিতরণী পর্ব।
আরও পড়ুন:আসাদের পতন হতেই গোলান মালভূমিতে সেনা পাঠানোর নির্দেশ নেতানিয়াহুর
অনিরুদ্ধ নাট্য দলের সভাপতি ধ্রুব ব্যাপারী বলেন, “শাড়ি-পাঞ্জাবি দিবসের কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। এটি আমাদের বাঙালি সংস্কৃতির মূল চেতনা ধরে রাখার একটি প্রয়াস। আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা দিনটি উদযাপন করি, যেন ছাত্রছাত্রীরা তাদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।”
শাড়ি-পাঞ্জাবি দিবসের এমন আয়োজন শুধু বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশই নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, উৎসবমুখরতা ও সৃজনশীলতার বার্তা ছড়িয়ে দেয়।