মিকাইল হোসাইন, পাবিপ্রবি প্রতিনিধি।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর, ২০২৪ ) পাবিপ্রবির কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি জহির রায়হান এবং সাবেক সাধারণ সম্পাদক ফাহিম শিহাব স্বাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির ইফতেখার সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শোভন রায়হান।
কমিটির আরও সদস্যরা হলেন, সহ-সভাপতি: আবদুল্লাহ উল নুর, যুগ্ম সাধারণ সম্পাদক: আয়েশা রহমান,সাংগঠনিক সম্পাদক হান্নান শাহ,প্রচার সম্পাদক: খাদেমুল ইসলাম অনিক।
সভাপতি সাব্বির ইফতেখার সাকিব বলেন,”কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির পরিবারকে আমি আমার অন্তঃকরণ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত উচ্ছসিত এবং আনন্দিত। পূর্ববর্তী কমিটি এবং শিক্ষকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সহায়তায় আমি এই দায়িত্বে আসতে পেরেছি। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবো। কুড়িগ্রাম জেলা সমিতি আমার আবেগ এবং ভালোবাসার জায়গা, এবং আমি জেলা সমিতির সার্বিক উন্নয়ন এবং সাফল্যের জন্য সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য হল, সমিতির প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ, আমরা এই কাজে সফল হবো এবং সবার সহযোগিতায় কুড়িগ্রাম জেলা সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাবো।”
সাধারণ সম্পাদক শোভন রায়হান বলেন,” উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলা হিসেবে কুড়িগ্রাম থেকে আগত নবীন শিক্ষার্থীদের পাবিপ্রবির নতুন পরিবেশে মানিয়ে নিতে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। উদ্ভুত পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় তাদের পাশে অভিভাবকের মতো সাপোর্ট দেয়ার চেষ্টা করে। বিগত দিনগুলোতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, জেলার শিক্ষার্থীদের সবসময় পাশে ছিল, পাশাপাশি বন্যার্তদের মাঝে উপহার, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের ইতিবাচক কাজ করে আসছে। নতুন কমিটির পক্ষ থেকে সামনের দিনের কার্যক্রম গুলোতে যেন আরও গতিশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত হয়, সেক্রেটারি হিসেবে সে বিষয়ে যথেষ্ট আন্তরিক থাকবো ইনশাআল্লাহ্”।