Homeজেলাচট্রগ্রামে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

চট্রগ্রামে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

কাজী এহসানুল হক জিহাদ।।

চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভিতর থেকে কয়েকদিন পূর্বে মারা যাওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে পাওয়ার স্টেশনের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয়রা। কলেজের দপ্তরি এসে পাওয়ার স্টেশনের দরজা খুলে যুবকের লাশ দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন একদল পুলিশ নিয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করেন।

তিনি বলেন, উদ্ধার যুবকের লাশ দেখে ধারণা করা হচ্ছে, তার চুরি করতে গিয়ে প্রায় এক সপ্তাহ আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এই যুবক। তার আনুমানিক বয়স ২৫-৩০ এর মধ্যে হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।এখনো যুবকের নামপরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর