ষ্টাফ রিপোর্টার
“Safe Shelter,Build Resilience Community”এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় “রিভার” প্রকল্প কার্যক্রম এর অবহিতকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন”রিভার” সারা বাংলাদেশের ১৪টি জেলায় দুর্যোগপূর্ণ এলাকায় ৫০০ টি স্কুল কাম আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত বন্যা আশ্রয়ন প্রকল্পের আওতায় নটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে “রিভার “।বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি, বাস্তবায়ন পরবর্তী রক্ষণাবেক্ষণ, সঠিক ব্যবহার, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতির হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,স্থানীয় জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক, ছাত্র ছাত্রী,ইমাম,বীরমুক্তিযোদ্ধা,
জনপ্রতিনিধি,সাংবাদিকদের উপস্থিতিতে এক অবহিতকরণ সভায় আয়োজন হয়।সভায় ১৮জন নারী,১৭ জন পুরুষ ,মোট ৩৫ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:চট্টগ্রামের স্বাধীনতা (জিয়া পার্ক) পার্কের করুন দশা
উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,২নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম রানা,স্কুলের জমিদাতা মো:ইয়াকুব চৌধুরী,সাবেক এসএমসি সভাপতি মো:লোকমান হোসেন লিয়ন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম,সাংবাদিক মো:রফিকুল ইসলাম সাজু,সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল,নটানপাড়া যুব সমাজের সভাপতি মো:হাফিজুর রহমান,সবুজ পাড়া যুব সমাজের সাধারণ সম্পাদক সবুজ,মসজিদের ইমাম রুহুল আমিন,“রিভার’ প্রজেক্ট এর কমিউনিটি মোবিলাইজেশন এক্সপার্ট (CME)মোঃ আফজাল হোসেন,“রিভার’ এর ফিল্ড অফিসার, শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী ও রাজিবপুর উপজেলা, জেলা কুড়িগ্রাম।
উল্লেখ্য যে,রিভার প্রজেক্ট এর আওতায় রৌমারী উপজেলায় ১০টি স্কুল যথাক্রমে দাঁতভাঙ্গা বেগম মজিদা,দক্ষিণ বাউশমারী, শৌলমারী, বড়াইকান্দি মোল্লাপাড়া, নটানপাড়া, ফুলবাড়ী, যাদুরচর নতুন গ্রাম, ইজলামারী, চরকাজাইকাটা, পদ্মারচর
রাজিবপুর উপজেলার সরকার পাড়ায়
১টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কাম বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করা হবে।
উল্লেখ্য যে,সুনামগঞ্জে ৫৬টি ও কুড়িগ্রামে ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩০ কোটি ১৬ লাখ ৫২ হাজার ৬৮৯ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।